News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

ককটেল বিস্ফোরণে কাঁপল ঢাবির টিএসসি এলাকা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-06-25, 5:42am

240b369ad03f1e8bfe7f70be31283081d3ba468975cc1220-37ed7fdfc32d4e1cf81956a0b70063df1750808538.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে ঘাসের মধ্যে এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টিএসসিজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবুবাকের মজুমদার অভিযোগ করেন, আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করতে ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে একটি মহল এ হামলা চালিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে এটাকে পটকা মনে হচ্ছে। আমরা সিসিটিভি পর্যবেক্ষণ করে জানার চেষ্টা করছি, কারা এ ঘটনা ঘটিয়েছে।

এরআগে, গত রোববার ও সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ হয়। সোমবার রাতের ঘটনায় এনসিপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী আহত হন।