News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সতর্ক করল অধিদফতর

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-06-30, 9:34pm

rte53453242-fc9011cbad26883f919e0ee29c6a24121751297660.jpg




এমপিওসহ মাদ্রাসার নানা কাজ করিয়ে দেয়ার নামে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

রোববার (২৯ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক সতর্কবার্তা জারি করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তির এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়নে সহযোগিতা, এমপিও শিটে নাম, পদবি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তন, অভিযোগ নিষ্পত্তিসহ অধিদফতরের বিভিন্ন কাজ করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে একশ্রেণির প্রতারক বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে (হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্মকর্তার ছবি ব্যবহার করে) টাকা হাতিয়ে নিয়েছে বলে বেশ কিছু অভিযোগও পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরে সেবা গ্রহণের ক্ষেত্রে টাকা প্রদানের প্রয়োজন হয় না। মাদ্রাসা শিক্ষা অধিদফতর সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। অর্থের বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনো কিছুই হওয়ার সুযোগ নেই।

অধিদফতরের কার্যক্রম নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়ে থাকে। যেসব ফোন নম্বর দিয়ে বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মাধ্যমে ফোন করে অর্থ দাবি করে, সেসব নম্বর চিহ্নিত করার জন্য প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিকে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে জানাতে বলা হয়েছে। এ ছাড়া কাউকে কোনো অর্থ না দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নামে কেউ এ ধরনের অনৈতিক যোগযোগ করলে অধিদফতরকে সঙ্গে সঙ্গেই অবহিত এবং চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।