News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

বাকৃবির জুলাই-৩৬ হলের ১৫ ছাত্রী বহিষ্কার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-07-24, 8:19am

2af27f1d7534a833d0a07362adb15c5e08c38dd5580b91f9-c2bb852f6b73fddfe17ec8b1e915968e1753323549.jpg




বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই-৩৬ হলের (পূর্বনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) নাম পরিবর্তনের ইস্যুতে আন্দোলনের সময় উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ ছাত্রীকে বিভিন্ন মেয়াদে হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি বিশ্বববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করে ওই হলের কিছু শিক্ষার্থী। এ সময় তাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে গত ১৩ জুলাই ‘বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ওই সভার গৃহীত সিদ্ধান্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিনেন্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন’র ১৩ নম্বর ধারা অনুযায়ী বিভিন্ন অনুষদের ১৫ ছাত্রীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

এদের মধ্যে চারজন শিক্ষার্থীকে দুই সেমিস্টার (এক বছর) একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুইজন শিক্ষার্থীকে এক সেমিস্টার (ছয় মাস) একাডেমিক বহিষ্কার ও দুই সেমিস্টার হল থেকে বহিষ্কার, ছয় জনকে এক সেমিস্টার (ছয় মাস) একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, একজনকে আজীবন হল থেকে বহিষ্কার এবং দুইজনকে এক সেমিস্টার (ছয় মাস) হল থেকে বহিষ্কার করা হয়েছে।