News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা ক্রেস্ট প্রদান

ক্যাম্পাস 2025-07-28, 11:44pm

meritorious-students-in-kalapara-awarded-certificates-and-crests-7527c15fe50264814d5fc88225d011061753724672.jpg

Meritorious students in Kalapara awarded certificates and crests.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং উচ্চ-মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতি ৩৯ জন শিক্ষার্থীকে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এসইডিপি এই পুরষ্কার বিতরণের আয়োজন করে। 

পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী মংফুন ওয়েন। জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো.আইউব আলী, সহকারী পরিদর্শক আবু হানিফসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রতিষ্ঠান প্রধান, এসএমসি সভাপতিগন, ৩৯ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর। - গোফরান পলাশ