News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রমকে ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-07-30, 7:13pm

2ddce9bae203879fe8082a20543df2030eb04e8aabf54545-61bb9a46e07a9c295457cce12a35e9151753881218.jpg




ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের কার্যক্রম শুরুর প্রতিবাদে লাল কার্ড সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের নামে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের বিদেশি পাঁয়তারা শুরু হয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

তারা বলেন, নানা ছলে-কৌশলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের সকল পথ রুখে দিতে ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।‌

এছাড়া সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থানের মতো পরিণতি বরণ করতে হবে।