News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

ডাকসু নির্বাচনে মোতায়েন থাকবে সেনাবাহিনী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-26, 3:13pm

img_20250826_151148-0f18ecbc4924195c057679b39a44646f1756199636.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এবং মোতায়েন থাকবে সেনাবাহিনীও।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল বেলা সাড়ে ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রচারণা অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন।

সিনেট ভবনে নির্বাচন কমিশন আচরণ বিধি নিয়ে সব ভিপি ও জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এসময় চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটের দিন থাকবে সেনাবাহিনীসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

রিটার্নিং অফিসার ড. জসীম উদ্দিন বলেন, ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণের মধ্য দিয়েই এই নির্বাচন সফল হবে। জাতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয় বরং গোটা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি মাইলফলক হয়ে উঠবে।

এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন বাগছাস সমর্থিত বৈষম্যবিরোধী ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা।

৪০ হাজার ভোটারের জন্য ৮টি কেন্দ্র যথেষ্ট নয় উল্লেখ করে কেন্দ্র বাড়ানোর দাবি জানান ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান।

ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ও ভোট হবে ৯ সেপ্টেম্বর।

নিরাপত্তা ব্যবস্থায় যা থাকছে -

• প্রথম স্তরে থাকছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম ও ডিএনসিসির ২০০ সদস্য, যারা ৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

• দ্বিতীয় স্তরে মোতায়েন থাকবে পুলিশ সদস্যরা।

• তৃতীয় স্তরের দায়িত্বে থাকবেন সেনা সদস্যরা, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে পাঁচ মিনিটের মধ্যে যে কোনো ভোটকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ক্যাম্পাসে শুধু বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকবে বলেও জানানো হয়।