রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন– ২০২৫ উপলক্ষে প্রচারণার সময়সীমা আরও ৯ দিন বাড়ানো হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে, ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচারণা কার্যক্রম আগামী ৫ অক্টোবর (রোববার) সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে পূর্বের ন্যায় আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।আরটিভি