News update
  • Romania Urged to Open Dhaka Mission as Trade Surges     |     
  • Over 41,000 Containers Stuck at Ctg Port Amid Strike     |     
  • WB Grants $270m Loan to Boost Bangladesh’s Recovery Plans     |     
  • Bangladesh's Per Capita Debt Rises Sharply to $483     |     
  • Yunus to Visit UK in June to Boost Bangladesh-UK Ties     |     

শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজে কিউইদের নেতৃত্বে ল্যাথাম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-28, 9:01am

resize-350x230x0x0-image-217477-1679932696-03ea915533e323b7424a528213817a8b1679972464.jpg




ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর প্রথম ওয়ানডেতেও জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মাত্র ৭৬ রানে গুটিয়ে দিয়েছিল কিউইরা। এর ফলে ১৯৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

এদিকে দেশে লঙ্কানদের বিপক্ষে সিরিজ চললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পাড়ি জমিয়েছেন কিউইদের অনেক নিয়মিত ক্রিকেটার। আর তাই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টম ল্যাথামকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী ২ এপ্রিল থেকে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিকরা। এর পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে কিউইরা। এই দুই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

লঙ্কানদের বিপক্ষে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সেইফার্ট। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ।

এর আগে, ২০২১ সালে কিউইদের নেতৃত্বে ছিলেন ল্যাথাম। চলতি মার্চের শেষ দিকে অনুষ্ঠেয় আইপিএলে নিয়মিত অধিনায়ক টিম সাউদি, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েসহ বেশ কয়েকজনকে ছাড়পত্র দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। তাদের অনুপস্থিতিতে পুনরায় দলের নেতৃত্বে ফিরেছেন ল্যাথাম।

নিউজিল্যান্ডের স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জিমি নিশাম, হেনরি শিপলি, উইল ইয়াং, চ্যাড বোয়েস, ইশ সোধি, কোল ম্যাককঞ্চি, ড্যান ক্লিভার, বেন লিস্টার, মার্ক চ্যাপম্যান, টিম সেইফার্ট (শ্রীলঙ্কা সিরিজ) এবং ব্লেয়ার টিকনার (পাকিস্তান সিরিজ)। তথ্য সূত্র আরটিভি নিউজ।