News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

বিশ্বকাপে ব্যাটে-বলে শীর্ষ দশে যারা

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-20, 6:44pm

image-248702-1700479142-4e19164f613f82d35e6e1059749370631700484242.jpg




ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আর ঘরের মাঠে অজিদের শিরোপা উল্লাস দেখে হৃদয় ভেঙেছে রোহিত শর্মাদের। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ হারলেও টুর্নামেন্টের সেরা দশ ব্যাটার-বোলারদের তালিকায় আধিপত্য ম্যান ইন ব্লুদের।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অজিদের কাছে স্রেফ উড়ে গেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ফিফটির পরও ইনিংসের শেষ বলে ২৪০ রানেই গুঁটিয়ে গিয়েছিল ভারত।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ট্রাভিস হেডের অতিমানবীয় সেঞ্চুরি ও মার্নাস ল্যাবুশেনের অপরাজিত ফিফটিতে ৬ উইকেটের জয় তুলে নেয় অজিরা। এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-কোনো বিভাগেই প্যাট কামিন্স বাহিনীর সঙ্গে পেরে উঠেনি রোহিত শর্মার দল।

আসরের শীর্ষ দশ ব্যাটার :

ব্যাটার-দেশ-রান

বিরাট কোহলি ভারত ৭৬৫

রোহিত শর্মা ভারত ৫৯৭

কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকা ৫৯৪

রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ড ৫৭৮

ড্যারিল মিচেল নিউজিল্যান্ড ৫৫২

ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৫৩৫

শ্রেয়াশ আয়ার ভারত ৫৩০

কে এল রাহুল ভারত ৪৫২

রেসি ফন ডার ডুসেন দক্ষিণ আফ্রিকা ৪৪৮

মিচেল মার্শ অস্ট্রেলিয়া ৪৪১

বিশ্বকাপের শীর্ষ দশ বোলার :

ক্রিকেটার-দেশ-উইকেট

মোহাম্মদ শামি      ভারত     ২৪

অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ২৩

দিলশান মাদুশাঙ্কা শ্রীলঙ্কা ২১

জেরাল্ড কোয়েটজি দক্ষিণ আফ্রিকা ২০

জাসপ্রিত বুমরাহ ভারত ২০

শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান   ১৮

মার্কো জনসেন দক্ষিণ আফ্রিকা ১৭

মিচেল স্যান্টনার নিউজিল্যান্ড ১৬

হারিস রউফ পাকিস্তান     ১৬

বাস ডি লিড নেদারল্যান্ডস ১৬

রবীন্দ্র জাদেজা ভারত ১৬

মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া ১৬

জস হ্যাজেলউড অস্ট্রেলিয়া ১৬

তথ্য সূত্র আরটিভি নিউজ।