News update
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     

সাকিবের এমপি হওয়া নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-01-13, 6:02pm

images-36-50637073c8ab9f0fb31802af99aaf0181705147415.jpeg




আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সে উপলক্ষে অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার অনুশীলনের জন্য বেঁছে নিয়েছে সাকিবের মাস্কো ক্রিকেট একাডেমি। মূলত সেখানকার কোচ হওয়ায় এই সুযোগ কাজে লাগিয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার (১৩ জানুয়ারি) অনুশীলনের সময় গণমাধ্যমের মুখোমুখি হন সালাহউদ্দিন। ওই সময় নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাওয়ায় হয় তার গুরুর কাছে।

জবাবে সালাউদ্দিন বলেন, রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব তেমনই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মূল বিষয় নয়। আমার মনে হয়, আমার সঙ্গে তার যে সম্পর্ক, সেটাই থাকবে।

এবার অধিকাংশ দলগুলো অনুশীলন করছে নিজেদের পছন্দের মাঠে। তবে মাস্কো ক্রিকেট একাডেমি ক্রিকেটকে অনুশীলন করা নিয়ে কুমিল্লার কোচ বলেন, মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো। একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনও সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না।

তিনি আরও বলেন, সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। যেহেতু আমি এখানেই থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা। তথ্য সূত্র আরটিভি নিউজ।