News update
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     
  • Ultimate goal is to join ASEAN as full member, says Dr Yunus      |     

হ্যাটট্রিক করে র‌্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ লাফ ফারিহার C

ক্রিকেট 2024-04-10, 10:49am

kjiu89998-a1ddfe9bbd1938cd727ff1b8528bd1871712724675.jpg




অভিষেক হ্যাটট্রিকে সবাইকে চমকে দিয়েছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। এরপর দীর্ঘ বিরতি শেষে ক্যারিয়ারের সপ্তম ম্যাচ খেলতে এসে ফের হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

এতে বিশ্ব ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করেন ফারিহা ইসলাম।

গত মঙ্গলবার (২ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে প্যাভিলিয়নে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁ-হাতি এই পেসার। সব মিলিয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।

এর আগে, ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে।

এবার র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন বাংলাদেশি এই পেসার। র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগিয়েছেন ফারিহা। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে এখন তার অবস্থান ৮৭ নম্বরে।

এ ছাড়া বাংলাদেশের আরেক বোলার নাহিদা আক্তার দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন। ৫ ধাপ এগিয়ে ১৬ নম্বরে রাবেয়া খান। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার তিনিই। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেসটোন। তথ্য সূত্র আরটিভি নিউজ।