News update
  • BNP stance on reforms: Vested quarter spreads misinfo; Fakhrul     |     
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-09, 12:11am

drrtret-01ef027a63ab579a2ed3ec6f527592121725819075.jpg




ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। এখনও বাকি প্রায় ১১ দিন। এতটা সময় হাতে রেখে আজ রোববার (৮ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য কেবল প্রথম টেস্টের স্কোয়াড দিয়েছে।

রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিসিআই। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে ভারত। ভারতের ব্যাটিং লাইন আপ বরাবরই সমৃদ্ধ। রোহিতের পাশাপাশি দলে আছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা। তরুণ তারকা হিসেবে যশস্বী জাইসওয়াল ও শুভমান গিলরা জায়গা পেয়েছেন অনুমিতভাবেই।

বোলিংয়ে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা আছেন। স্পিনের সঙ্গে যাদের ব্যাটিংও দুর্দান্ত। টেস্টের অন্যতম সেরা দুই অলরাউন্ডারের সঙ্গে পেস আক্রমণে আছেন জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা।

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এ ছাড়া প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন যশ দয়াল।

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর। এনটিভি