News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

বাংলাদেশ নিয়ে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-17, 6:38am

fc8f2d189ce175aed839e66943e7ffe7fcfadc2358ccbe5f-6cfa1cb5f718dbe5f02d27219e37a2eb1726533521.jpg




পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশের পর বাংলাদেশকে নিয়ে ধারণা বদলে গেছে ভারতের। বাংলাদেশ এখন যেকোনো দলকে হারিয়ে দিতে পারে- এমন ধারণা হয়েছে সবার। তাই সিরিজ শুরুর আগে ভারতকে সতর্ক করলেন দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

পাকিস্তানে ২-০ ব্যবধানে সিরিজ জেতা বাংলাদেশ আছে বেশ ফুরফুরে মেজাজে। চেন্নাইয়ে স্বাগতিকদের বিপক্ষে সাদা পোশাকের ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে বাংলাদেশ। দুদলের মাঠের লড়াই শুরুর আগে বাংলাদেশের চলমান ফর্ম নিয়ে ভারতকে সতর্ক করলেন সাবেক তারকা ক্রিকেটার গাভাস্কার।

ইন্ডিয়া টুডের খবর অনুসারে, ভারতীয় গণমাধ্যম মিড-ডে'তে নিজের লেখা কলামে বাংলাদেশকে প্রশংসায় ভাসান গাভাস্কার। সেখানে গাভাস্কার লিখেছেন, ‘পাকিস্তানকে তাদের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতন দল। এমনকি কয়েক বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখনও বাংলাদেশ লড়াই করেছে। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে বাংলাদেশ।'

তরুণ ও অভিজ্ঞতার মিশলে গড়ে ওঠা বাংলাদেশ দল নিয়েও কথা বলেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। গাভাস্কার লিখেছেন, 'তাদের বেশকিছু সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে। তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তারা প্রতিপক্ষকে নিয়ে ভয় পায় না। কিছুদিন আগেই পাকিস্তান দল তা টের পেয়েছে। নিশ্চয়ই ভারত-বাংলাদেশ সিরিজটা দেখার মতো হবে।'

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশের মধ্যেকার দুই ম্যাচের প্রথম টেস্টটি। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে।   সময় সংবাদ।