News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

চেন্নাই টেস্ট: শান্ত-সাকিবের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-22, 11:22am

tryrtytr-8ce1c137dedae708d45f7bf8053e8b031726982545.jpg




চেন্নাই টেস্টে পাহাড় সমান ৫১৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। তবে চতুর্থ দিনে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শান্ত-সাকিবের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯০ রান। নাজমুল হাসান শান্ত ৬৩* রানে এবং সাকিব আল হাসান ২২ রানে ব্যাট করছেন। জয়ের জন্য এখনও রান প্রয়োজন টাইগারদের। অন্যদিকে ভারতের দরকার ৬ উইকেট।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন সাকিব-শান্ত। আগের দিন শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব ১৪ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান। আরটিভি