News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

বিপিএলের টিকিটমূল্য প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-29, 1:42pm

ttikett-326c428a6afdbb246f0cc8fd952d5b6a1735458147.jpg




সকাল থেকেই স্টেডিয়ামপাড়ায় টিকিটপ্রত্যাশীদের ভিড়। কারণ আগামীকাল থেকে যে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। তবে, খেলা মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগেও মিলছিল না টিকিটের হদিস। টিকিট না মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করে ভক্তরা। পরবর্তীতে অনেকটা তড়িঘড়ি করে শেষ মুহূর্তে বিপিএলের ১১তম আসরের টিকিট বিক্রির প্রক্রিয়া জানাল বিসিবি।

রোববার (২৯ ডিসেম্বর) স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য।

গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে। এ সব টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।

অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

এর আগে, রোববার সকালে বিসিবির এক নম্বর গেইটের সামনে শতাধিক মানুষ টিকেট না পেয়ে গেইট ভাঙার চেষ্টা করেন। এ সময় তারা 'ভুয়া', 'ভুয়া' বলে স্লোগান দেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।

বিপিএলের একাদশ আসর শুরু হবে ৩০ ডিসেম্বর, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জমকালো আয়োজনে ফ্র্যাঞ্চাইজি আসরটি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। বেশ কিছু নতুন উদ্যোগও চোখে পড়েছে বিপিএলকে কেন্দ্র করে। তবে শুরু থেকেই সকল বিদেশি ক্রিকেটারকে না পাওয়া কিংবা টিকিট সংক্রান্ত জটিলতা কিছুটা বিতর্কের সৃষ্টি করেছে। এনটিভি।