News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

মাহমুদউল্লাহ মনে হয় ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-26, 6:27pm

erer355-01672088516475278793c6374dd5e4091740572870.jpg




সম্প্রতি ফর্ম খারাপ হলেও অভিজ্ঞতার বিচারে চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তারা। বিপরীতে দলের খারাপ সময়ে বাজে শট খেলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিজ্ঞ দুই ব্যাটারকে।

তাদের কঠোর সমালোচনা করেছেন দিনেশ কার্তিক ও ওয়াসিম জাফররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও। নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের বাজে পারফরম্যান্সের জন্য তার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

আকরাম বলেন, এটা বাংলাদেশের জন্য একটা শিক্ষা। তারা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়দের নিয়ে এসেছে, যাদের বয়স ৩৯ ও ৩৭। সাদা বলের জন্য তরুণদের প্রস্তুত করতে হবে এবং এই সিনিয়ররা যদি একান্তই খেলতে চায় তবে লাল বলে খেলুক। সাদা বলের ক্রিকেট মানেই ভয়ডরহীন খেলা। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এটা বাংলাদেশকে এখনই ভাবতে হবে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সে ম্যাচে ১৪ বলে মাত্র ৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ। ব্রেসওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন দলের এই সিনিয়র খেলোয়াড়।

শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়েও দলকে ভুগিয়েছেন মাহমুদউল্লাহ। ১০৫ রানের সময় তিনি মিডঅনে রাচিন রবীন্দ্রের ক্যাচ ছাড়েন। পরবর্তীতে টম লাথামকে রানআউট করে প্রায়শ্চিত্ত করলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

তাই নিউজিল্যান্ড ম্যাচের জন্য বাংলাদেশকে হতভাগা ভাবতে রাজি নন ওয়াসিম আকরাম। তার ভাষ্য, এটা লোপ্পা ক্যাচ ছিল! দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে। না তার ব্যাটিং হচ্ছে, না বোলিং। আপনি কি তাদের হতভাগা বলতে চান?

তবে নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ফাস্ট বোলার। তিনি বলেন, আমি রানাকে প্রথমবার বল করতে দেখালাম। উইলিয়ামসনকে সে কীভাবে বল করেছে দেখুন...গতির দিকে তাকান, কীভাবে বল নিয়ে ছুটছে, বলের সুইং দেখুন। দুর্দান্ত! তার উদযাপনও আমার পছন্দ হয়েছে।

আরটিভি