News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

অন্য দেশগুলোর আইপিএল বর্জন করা উচিত: ইনজামাম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-02, 7:55pm

w322352-95416a871f846da731f0d92985bff5801740923739.jpg




দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়েছে আইসিসি ইভেন্ট। যা নিয়ে রীতিমতো উৎসব চলছে দেশতে। তারপরও রয়েছে বেশি কিছু হতাশা। ভারতের কারণে বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবি। যার ফলে অন্য দলগুলোকে ভ্রমণ ক্লান্তিতে পড়তে হচ্ছে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে, তাও আবার একই ভেন্যুতে। ভারতের এই বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ইনজামাম-উল-হক। ভারতের বাড়তি সুবিধা ছাড়াও আইপিএল নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে অন্য দেশগুলোকে আইপিএলের বর্জন করার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না।

তিনি আরও বলেন, অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।

ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হলেও গ্রুপ পর্বেই বাদ পড়েছে পাকিস্তান। সেমিফাইনালে উঠেছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।আরটিভি