News update
  • US to Deport Undocumented Bangladeshi Immigrants     |     
  • UN: Cooling La Nina to be 'Short-lived'     |     
  • Island Nation Sells Citizenship to Fund Climate Action     |     
  • Elections Possible Between Dec 2025 and Mar 2026: CA     |     
  • BRI’s corridor impacts strategic concern for BD: Moyeen Khan     |     

তামিমের বোর্ডে আসা প্রসঙ্গে যা বললেন আকরাম খান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-05, 6:22pm

terfewwe-d6e89a3488ba784da5fd95b03787685f1741177330.jpg




চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। কিন্তু ঘরোয়া ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। তবে শোনা যাচ্ছে, বিসিবির কোনও একটা দায়িত্বে দেখা যেতে পারে তামিম ইকবালাকে। যদিও তামিম এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেননি।
তামিম ইকবালের বোর্ডে আসার ব্যাপারে কথা বলেছেন আকরাম খান। বুধবার (৫ মার্চ) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘বোর্ডে আসাটা ডিপেন্ড (নির্ভর) করে কে কীভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন, আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিলো যে ক্রিকেট বোর্ডে আসা। অনেকে হয়তো আসেনি। ওদের ইন্টারেস্ট নেই।’ 
যাদের ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড ভালো হয়, তারা ক্রিকেটের জন্য ভালো বলে মনে করেন আকরাম খান। ‘যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না, যেকোনও স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, ফুটবলে কিংবা হকিতে। তারা আসলে স্পোর্টসের জন্য ভালো।’  তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন ছিলো, দুই ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চান শান্ত। কিন্তু এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত আসেনি। সবশেষ বোর্ড মিটিংয়েও এ নিয়ে কোনও আলোচনা হয়নি।  আকরাম খান বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে ওই ধরনের কোনও কথা হয়নি আমাদের। তারপরও যে ফরম্যাটে অধিনায়ক হবে পুরো দায়িত্বটা নিতে হবে। এবং ওর পারফরম্যান্স হলো মেইন। ও যদি পারফরম্যান্স করতে পারে তাহলে টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।’  অন্যান্য ক্রিকেট টিমে তিন ফরম্যাটের জন্য ভিন্ন ক্রিকেটার আছে। তবে বাংলাদেশ সেক্ষেত্রে একটু আলাদা। এ বিষয়ে আকরাম বলেন, ‘অন্য সব দেশে কিন্তু তিন ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার আছে। বাংলাদেশে কিন্তু তিন ফরম্যাটে সবাই খেলছে। আমাদের অপশনটা খুবই কম। যেখানে আমরা দল করতে পারছি না, সেখানে তিন অধিনায়ক করা কঠিন সিদ্ধান্ত। একটু আগে বললাম যে অধিনায়ককে ভালো লিড দিতে হবে। পারফর্ম করলে তখনই ভালো, আমাদের আগে ওই পারফরম্যান্সটা খুঁজে বের করতে হবে।’