News update
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     
  • No escape, death follows families in Gaza wherever they go     |     
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     

মাঝরাতে ভিডিও বার্তায় মুশফিকের কাছে যা চাইলেন তামিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-06, 12:21pm

2cf706434813f77e2a87155d6b8f808817a383d265672f1c-6503919f32f0d1da03f23f348d91e7d31741242062.jpg




চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সের পর আলোচনায় আসে দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যত নিয়ে। এই আলোচনার মাঝেই বুধবার (৫ মার্চ) ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। মুশফিকের অবসরের পর মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উদ্দেশে বার্তা দেন মুশফিকের অনেকদিনের বন্ধু ও সতীর্থ তামিম ইকবাল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লেখেন, ‘ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি।’

মুশফিকের অবসর ঘোষণার পর আবেগঘন হয়ে ফেসবুকে ভিডিও বার্তা স্মৃতিচারণ করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে মুশির কাছে সাদা পোশাকে আরও বেশি কিছু চান তামিম। অবসরের সিদ্ধান্ত মুশফিকের জন্য অনেক কঠিন ছিল, জানিয়ে তামিম বলেন, ‘খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কতটা কষ্ট, আমি ওর কাছের বন্ধু তাই বুঝতে পারি। এটা ওর জন্য অনেক কঠিন।’

মুশফিকের কাছে তামিমের একটি চাওয়া আছে। মুশফিক যেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েন। টেস্ট খেলার সেঞ্চুরি থেকে এখনও ৬ ম্যাচ দূরে আছেন তিনি। তামিম বলেন, ‘এখনও তুই একটা ফরম্যাট খেলবি। আমি দোয়া করি তুই ভালো করবি। একশ টেস্ট অন্তত খেলবি যা দেশের কেউ করেনি। আশা করি একশ টেস্ট খেলবি। আমি এখন খুবই আবেগপ্রবণ। বাংলাদেশ তোকে মিস করবে, কোনো দ্বিধা নেই।’

খেলার প্রতি মুশফিকের ডেডিকেশন নিয়ে তামিম বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে এত কষ্ট করে কীভাবে বা তার ডেডিকেশন খেলার প্রতি, ভালোবাসা। এটা কথায় কোনো দিন বোঝাতে পারব না। আজকে ওর খেলা ছেড়ে দেওয়া কত কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি এই জিনিসটা ফিল করতে পারি। যে এটা খুব কঠিন তার জন্য। একটা ফরম্যাটে ক্রিকেটার হিসেবে তো আমি এটা আশা করব যে ১০০তম টেস্ট অবশ্যই খেলবি তুই।’

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। যেখানে ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটির কল্যাণে ৭৭৯৫ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। সময়