News update
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     

যে পিচে হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-08, 3:01pm

werewrwer-649b4dff85d0c2351fa8996ac0e4ca731741424517.jpg




চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে একই মাঠে খেলার সুবিধা ভোগ করছে ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে তারা। অন্যদিকে ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করা নিউজিল্যান্ডও ফাইনালে উঠেছে। তাই বাড়তি সুবিধা পাওয়া ভারত চ্যাম্পিয়নস হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ফাইনালের আগে ক্রিকেটপ্রেমীদের জানার আগ্রহ, ফাইনালের উইকেট কেমন হবে, কে সুবিধা পাবে সবচেয়ে বেশি? স্পিনার না পেসারদের বান্ধব হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ২২ গজের উইকেট? ব্যাটাররাই বা কেমন করবে এই উইকেটে?

ম্যাচের আগে উইকেট দেখার সুযোগ পান কোচ এবং অধিনায়ক। সে হিসেবে একাদশও তৈরি করেন তারা। উইকেট বুঝতে না পারলে চড়া মূল্যও দিতে হতে পারে। সে কারণে সতর্ক থাকে প্রতিদ্বন্দ্বী দলগুলো।

আইসিসির সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচেই হবে ফাইনাল। গত দু’সপ্তাহ কোনো খেলা হয়নি এই পিচটিতে। পরিচর্যা করার পর সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা।

আইসিসির এক কর্মকর্তা বলেন, ফাইনালের পিচ একদম নতুন নয়। তবে ১৪ দিন সময় পাওয়া গেছে শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর। এ সময়ের মধ্যে পিচের ক্ষত সারিয়ে আবার নতুন করে তোলা যায়। যেমন ভারত-বাংলাদেশ ম্যাচের পিচও নতুন ছিল না। ২০ ফেব্রুয়ারির ম্যাচের ১৪ দিন আগে ওই পিচে আইএল টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল। 

‘একাধিকবার ব্যবহার হওয়ায় সেই পিচটিকে ফাইনালের জন্য বিবেচনা করা হয়নি। প্রথম থেকেই মাঠকর্মীরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করছেন চ্যাম্পিয়নস ট্রফিকে গুরুত্ব দিয়ে। পিচের পাশাপাশি আউটফিল্ডেরও নিয়মিত যত্ন করা হয়েছে।’

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রয়েছে মোট ১০টি উইকেট। যার চারটি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যবহার করা হয়েছে। শেষ দুটি ম্যাচের পিচ ফাইনালের জন্য ব্যবহার করার কথা ভাবার সম্ভাবনা ছিল না। কারণ, এত কম সময়ে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পিচ প্রস্তুত করা সম্ভব ছিল না।

যে কারণে, ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা ভাবা হয়। সবদিক খতিয়ে দেখে ২৩ ফেব্রুয়ারি খেলা হওয়া পিচে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, রোববার দিবারাত্রির ম্যাচে এই উইকেট থেকে কিছুটা সুবিধা পাবেন স্পিনাররা। সে ক্ষেত্রে সুবিধাটা বেশি পাবে ভারতই। বরুণ চক্রবর্তী এমনিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে এবার প্রথম খেলতে নেমে ৫ উইকেট নিয়েছিলেন। সঙ্গে আছেন রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা রয়েছেন। যাদের যে কেউ একজন ক্লিক করলে কিউই ব্যাটিং ধ্বসে পড়বে। ভারতের সুবিধা হলো, চার স্পিনারই রয়েছেন ফর্মে।

এ দিকে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরি রয়েছেন চোটে। তিনি খেলতে পারবেন কিনা সন্দেহ। তবে মিচেল স্যান্টনার, মিচেল ব্রেসওয়েল এবং রাচিন রাবিন্দ্রারাও দারুণ ফর্মে আছেন। বল ঘোরাতেও তারা সক্ষম। যদিও ভারতীয় ব্যাটাররা স্পিন খেলতে অভ্যস্ত। এ ছাড়াও একই মাঠে খেলার সুবিধা তো রয়েছেই।

সুতরাং, শেষ পর্যন্ত দেখা যাবে সুবিধাটা বেশি পাচ্ছে ভারতই। যার ফলে, কিউই ব্যাটারদের বেশ সতর্ক থাকতে হবে। গত কয়েক দিন দুবাইয়ে বেশ গরম পড়ায় পানি দিয়েও আদ্র রাখা যাচ্ছে না। পানি শুকিয়ে যাচ্ছে। ফলে পিচ কিছুটা মন্থর হতে পারে। আর্দ্রতা বজায় রাখতে প্রায় বিকাল পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফাইনালের ২২ গজ।আরটিভি