News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ফাইনালে যেসব মাইলফলক ছোঁয়ার সুযোগ কোহলির

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-09, 7:05am

8d4ef66d71fb58d2769dd472d841a0412d06404b9d975618-ab395d97952863450d638f07c49a74bd1741482330.jpg




দুই বছর আগে ওয়ানডে বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও অর্ধশতক হাঁকালেও ইনিংস বড় করতে পারেননি। দলও হেরে গিয়েছিল। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে ভারতকে ফাইনালের টিকিট এনে দিয়ে অজিদের বিপক্ষে প্রতিশোধ নিয়েছেন কোহলি। ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় পেলেই এককভাবে সর্বোচ্চ শিরোপার মালিক হয়ে যাবে ভারতীয়রা। ফাইনালে কোহলির ব্যাট হাসলে জয়ের সম্ভাবনা বাড়বে তার দলেরও। একই সঙ্গে বেশ কিছু মাইলফলকও হয়তো নিজের কড়ে নিতে পারবেন এই ব্যাটিং জিনিয়াস।

রোববার (৯ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে বিরাট কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে বেশ কয়েকটি রেকর্ড।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ১০০ রানের ইনিংস খেলার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলেছেন কোহলি। তাতে ৪ ইনিংসে ২১৭ রান নিয়ে আসরের রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে আছেন তিনি। তবে ফাইনালের আগে শীর্ষে থাকা বেন ডাকেটের (৩ ইনিংসে ২২৭) সঙ্গে তার রানের ব্যবধান মাত্র ১০। অর্থাৎ আজ ডাকেটকে ছাড়িয়ে শীর্ষ রান সংগ্রাহক বনে যাওয়ার সুযোগ কোহলির সামনে।

তবে কোহলির মতো আরও একজনের সুযোগ আছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। ৩ ইনিংসে ২২৬ রান করেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রও।

তবে কোহলির সামনে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেরই সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। তার জন্য চাই মোটে ৪৬ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ১৭ ইনিংসে তিনি ৭৯১ রান করেছেন। ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দুইয়েই আছেন কোহলি। টুর্নামেন্টটিতে আর মাত্র দুজনের সাতশ'র বেশি রান আছে, তাদের কেউই অবশ্য এখন আর ক্রিকেট খেলেন না। ২১ ইনিংসে ৭৪২ রান নিয়ে তিনে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। মাত্র ১০ ইনিংসেই ৭০১ রান নিয়ে চারে ভারতের শিখর ধাওয়ান।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে কোহলির পরেই আছেন ইংল্যান্ডের জো রুট। ১২  ইনিংসে ৬৫৬ রানের মালিক তিনি। ১৪ ইনিংসে ৫৮৫ রানের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ফাইনালে অন্তত ৫৫ রান করলেই আরেকটি বড় মাইলফলক ছুঁতে পারেন কোহলি। কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ এই ভারতীয়র সামনে। ৩৮০ ইনিংসে ১৪,২৩৪ রানের মালিক এই লঙ্কান কিংবদন্তি। কোহলি মাত্র ২৮৯ ইনিংসেই করেছেন ১৪,১৮০ রান। ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান নিয়ে এই তালিকার শীর্ষে শচীন টেন্ডুলকার।

কোহলি পারবেন আজ এই মাইলফলকগুলো ছুঁতে পারলে ভারতের আরেকটি শিরোপা জেতার সম্ভাবনাও বাড়বে নিঃসন্দেহে।  সময়