আগামী এপ্রিলে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। সেদিকে লক্ষ্য রেখে নারীদের দল ঘোষণা করেছে বিসিবি। এ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আগামী ৫-১৯ এপ্রিল হবে বাছাইপর্বের খেলা।
বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়েছে ইশমা তানজিমের। এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি তার। তবে, ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ তরুণ ক্রিকেটার।
গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলে এই বাছাইপর্ব খেলতে হতো না নিগারদের। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট হাতছাড়া হয়ে যায় টাইগ্রেসদের।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। মোট ৮টি দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। ইতোমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত।
এই ছয় দলের বাইরে আরও দুটি দল মূল পর্বে অংশ নেবে বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ ছাড়াও এবারের বাছাইপর্বে রয়েছে—পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।
আরটিভি