News update
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     
  • NYT paints troubling, one-sided view of Bangladesh     |     
  • Two brothers killed in Narsingdi over extortion refusal     |     

বাংলাদেশের পাকিস্তান সফর থেকে বাদ ওয়ানডে সিরিজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-30, 5:22pm

teyeeeee-4a4e5ac6678e9543ec7a2dca1c87b1831743333777.jpg




আসন্ন পাকিস্তান সফরের সূচি থেকে ওয়ানডে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পরিবর্তে দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। কারণ, দুটি টুর্নামেন্টই হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৫ সালে ভারতে হবে এশিয়া কাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায়।

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে বাংলাদেশের পাকিস্তান সফরের কথা ছিল। যেখানে খেলার কথা ছিল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। তবে দুই বোর্ডের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডে খেলার পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করা। যখন পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে, তখন তারা তিনটি টি-টোয়েন্টি খেলবে।’

পাকিস্তানও বাংলাদেশ সফরে এসে খেলবে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। এটি এফটিপির অংশ নয়। এ মাসের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দুই বোর্ড সভাপতির আলোচনায় এই সিরিজ চূড়ান্ত হয়। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২০, ২২ এবং ২৪ জুলাই।