চলমান আইপিএলের প্রথম দুই ম্যাচেই হারের তিতো স্বাদ ভোগ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ঘরের মাঠে কলকাতাকে ৮ উইকেটে হারিয়ে মুম্বাই।
সোমবার (৩১ মার্চ) আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৬ রানেই গুঁটিয়ে যায় কলকাতা। জবাব দিতে নেমে ৪৩ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় মুম্বাই।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা ও রাইয়ান রিকেলটন। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। ১২ বলে ১৩ রান করেন তিনি।
তিনে ব্যাট করতে নেমে ১৭ বলে ১৬ রান করেন উইল জ্যাক। তবে এক প্রান্ত আগলে রেখে ৩৩ বলে ফিফটি তুলে নেন রিকেলটন। শেষ পর্যন্ত সূর্য কুমারের ৯ বলে ২৭ রান এবং রিকেলটনের ৪১ বলের অপরাজিত ৬২ রানে ভর করে ৪৩ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় মুম্বাই।
এর আগে টস হেরে ব্যাট করতে মুম্বাইয়ের বোলিং তোপে ১৬ ওভার ২ বল খেলে মাত্র ১১৬ রান করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। দলটির হয়ে সর্বোচ্চ ২৬ রান করে রঘুবংশী।আরটিভি