News update
  • Ananda Shobhajatra Marks Pahela Baishakh at DU     |     
  • Nuclear fusion record brings dream of clean energy closer     |     
  • Pahela Baishakh being celebrated amid Festivities     |     
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     

পাওয়ার চেয়ে বেশি হারালাম: লিটন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-13, 1:25pm

retetretre-114b06fb584fe38f4c2a79c176e28fd11744529108.jpg




অনেক বড় স্বপ্ন নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য পাকিস্তান গিয়েছিলেন লিটন কুমার দাস। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হল না। পিএসএলের কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হলো এই টাইগার উইকেটরক্ষক ব্যাটার। লিটনের দেশে ফেরার কারণ হিসেবে জানা যায়, অনুশীলন করার সময় আঙুলে চোট পান তিনি, পরে চিড় ধরা পড়ায় পিএসএল না খেলেই হতাশা নিয়ে দেশে ফিরেছেন লিটন।     

চোটের কারণে লিটনকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। পাকিস্তান থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।’

করাচি কিংসের প্রশংসা করে লিটন বলেন, ‘তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে দিয়েছিল। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যথা হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল।’

এই টাইগার উইকেটরক্ষক ব্যাটার আরও জানান, সামনে জাতীয় দলের খেলা থাকায় দ্রুত সুস্থ হয়ে ফিরতে চাচ্ছেন তিনি। অনুশীলন ছাড়া হুট করে এমন বড় মঞ্চে খেলা কঠিন বলেও উল্লেখ করেন এই ডানহাতি ব্যাটার।

ইতোমধ্যে করাচি লিটনের পরিবর্তে অস্ট্রেলিয়ান ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে। 

উল্লেখ্য, গতকাল (১১ এপ্রিল) থেকে পিএসএলের দশম আসর মাঠে গড়িয়েছে। পিএসএলের নিলাম থেকে করাচি কিংস লিটনকে তাদের দলে নেয়। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। বাংলাদেশ থেকে পিএসএলে দল পেয়েছিলেন তিনজন। লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা। আরটিভি