News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

রেফারিদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: হ্যান্সি ফ্লিক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-26, 5:33pm

da58c9d728f8bb4d9be7c8155ee826ef64dca7b4c01d1774-5b8c5121eccfeaa543d1b029ac95dc461745667227.jpg




রাতে কোপা দেলরে'র ফাইনালের মহারণ। রোমাঞ্চকর দ্বৈরথে বার্সেলোনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোর আগে রেফারি বিতর্কে উত্তাপ ফুটবল দুনিয়ায়। অনিশ্চয়তা থাকলেও, শেষ পর্যন্ত ফাইনালে খেলার কথা জানিয়েছে রিয়াল।

হ্যাটট্রিক জয়ে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বার্সেলোনা। প্রতিশোধের মিশন রিয়ালের। সেভিয়ার মাঠে ম্যাচ শুরু হবে শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২টায়।

ফুটবল যেন এক নাট্যমঞ্চ। যার সঙ্গি জড়িয়ে আছে হাসি, কান্না জীবনের নানা রংয়ের প্রতিচ্ছবি। মর্যাদার মঞ্চে এক দলের স্বপ্ন গুড়িয়ে অন্য দলের বিজয়ের উল্লাস। সেভিয়ায় আজ রাতে মঞ্চস্থ হচ্ছে তেমনই এক রোমাঞ্চকর ফাইনাল। রিয়াল বার্সার ধ্রুপদী লড়াই এল ক্লাসিকো। মেসি-রোনালদো চলে যাওয়ার পর রং হারানো ক্লাসিকো ফিরে পেয়েছে তার হারানো জৌলুস।

চলতি মৌসুমে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। আগের দুই ক্লাসিকোয় ৪-০ ও ৫-২ গোলে জিতেছিল কাতালানরা। এবার তাই হ্যাটট্রিক জয়ের সঙ্গে তাদের মিশন ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রাখা। অন্যদিকে, প্রতিশোধের আশায় আগ্নেয়গিরির মতো জ্বলছে রিয়াল। তার ওপর যোগ হয়েছে রেফারি বিতর্ক।

ফাইনাল ম্যাচে রেফারি রিকোর্দো দে বুরগোস বেনগোচিয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেসকে পরিবর্তনের জন্য মাদ্রিদিস্তাদের দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একারণে নিয়মিত সংবাদ সম্মেলন ও ম্যাচের আগের দিন অনুশীলন বর্জন করে রিয়াল। মুখোমুখি অবস্থানে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও লা লিগা হাভিয়ের তেবাস। গণমাধ্যমে গুঞ্জন রিয়ালের ফাইনাল বয়কটের। তবে, সমর্থকদের আশার কথাই শুনিয়েছে মাদ্রিদিস্তা। বারুদে এক ম্যাচের অপেক্ষায় পুরো দুনিয়া।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন বোনা বার্সার সামনে কোপা দেলরের রেকর্ড ৩২তম শিরোপার হাতছানি। ইনুজরিতে নেই আক্রমণে দলের মূল ভরসা রবার্ট লেওয়ানডস্কি। লা লিগায় ২৫ গোল করা এই ফুটবলারের শূন্যতায় বড় ভূমিকা পালন করবেন দানি ওলমো। এ মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল ও তিন অ্যাসিস্ট আছে এই স্প্যানিশ তারকা। তার সঙ্গী নাম্বার টেন পারমিন লোপেজ। নেই বালদে। তার পরিবর্তে হেক্টর ফোর্ট ভরসা কোচের।

মাঝমাঠে পেদ্রি ও ডি ইয়ং ভরসা কোচের। ম্যাচ জয়ের পাশাপাশি রেফারিদের প্রতি ইতিবাচক মানসিকতা রাখার আহ্বান বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের।

তিনি বলেন, ‘যেকোনো খেলার গুরুত্বপূর্ণ অংশ রেফারি। তাদের শত্রু হিসেবে দেখা উচিত নয়। বরং তাদের যত্ন নেয়া উচিত। আমার মনে হয় তারা এটা বুঝবে। এ বিতর্ক ছেড়ে সবার খেলায় মনোযোগ দেয়া উচিত। ম্যাচটা চ্যালেঞ্জিং হলেও আশা করছি জয় নিয়েই ফিরব।’

চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগাও অনিশ্চিত। ভরসা শুধুই কোপা দেল রে। চাকরি নিয়ে টানাটানি কোচ কার্লো আনচেলত্তির। এ ম্যাচে হারলেই বিদায়ঘণ্টা বাজবে ইতালিয়ানের এটা নিশ্চিত। ইনুজরিতে খেলতে পারবেন না কামাভিঙ্গা। ইনুজরি আছে আলাবার। অস্ট্রিয়ান তারকার পরিবর্তে খেলবেন অ্যান্তোনিও রুডিগার। অনুশীলনে ফিরেছেন মেন্ডি। এমবাপ্পে, ভিনি, রদ্রিগো, বেলিংহ্যামদের কাঁধেই এখন আনচেলত্তির ভাগ্য।

দু'দলের ২৫৭ টি ম্যাচের পরিসংখ্যানে ১০৫টি ক্লাসিকো জিতেছে রিয়াল মাদ্রিদ। ১০০টি ম্যাচ জিতেছে বার্সা। সময়।