News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

আমি রাজনীতিবিদ নই, স্পোর্টসম্যান : তামিম ইকবাল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-10, 11:21pm

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1746897714.jpeg




জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘আমি কোনো রাজনীতিবিদ নই, আমি স্পোর্টসম্যান। জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি, এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়ত আমার ভুল ছিল, এই কারণে জাতীয় দলে যেতে পারিনি।’

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন ক্রিকেটার তামিম।

চট্টগ্রামের খেলাধুলা প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ’১৫ থেকে ২০ বছর আগে চিটাগাং থেকে অনেকেই বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্ট করত, আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাব। হেলাল ভাই, ইসরাফিল ভাই ও হুম্মাম ভাইয়ের সঙ্গে চিটাগংয়ের স্পোর্টস নিয়ে কথা হয়, কীভাবে স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। আই এম শিওর, ওনারা যখন সুযোগ পাবেন তখন বেস্ট ট্রাই করবেন।’

তামিম ইকবাল বলেন, ‘আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, একটা অঘটন হয়েছিল, মাত্র রিকভার করছি। আপনাদের এত ভালোবাসা দেখে আই এম ভেরি ভেরি হ্যাপি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।’

এর আগে বিকেল ৩টায় থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন–যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। এনটিভি।