News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল রবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-15, 8:53pm

erwetewttret-91e93e97cf12a936a1a7bd2c4d0786e91747320797.jpg




এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জিতে নিল রবি আজিয়াটা পিএলসি। গত ১৪ মে ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গ্রামীণফোনকে হারিয়ে শিরোপা জিতে নেয় রবি। 

ফাইনালে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৯ রান করে রবি। জয়ের জন্য ২২০ রানের বিশাল টার্গেট দেওয়া হয় গ্রামীণফোনকে। জবাবে ব্যাট করতে নেমে গ্রামীণফোন সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৫ রান। ফলে ৪৪ রানের বড় জয় নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রবি আজিয়াটা। 

ফাইনালে রবির ওপেনিং ব্যাটসম্যান জামিউল হক অন্তু দুর্দান্ত এক ইনিংস খেলেন। মাত্র ৬৬ বলে ১২৩ রান করে তিনি দলকে জয়ের ভিত গড়ে দেন এবং ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে ‘সেরা ব্যাটসম্যান’ ও ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’-এর পুরস্কার জিতে নেন অন্তু। ৭ ম্যাচে অন্তু করেছেন ৪৭১ রান।

রবি ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আহমেদ বলেন, ‘এই জয় শুধু ক্রিকেট নয়, এটি সব ক্ষেত্রেই আমাদের একতা, দৃঢ় সংকল্প আর জয়ের মানসিকতার প্রতিচ্ছবি। আমরা গর্বিত আমাদের প্রতিটি সদস্য নিয়ে, যাঁরা এই অসাধারণ যাত্রায় অবদান রেখেছেন’। 

গত ২৬ এপ্রিল বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে শুরু হয় মাল্টি ন্যাশনাল কোম্পানি (এমএনসি) চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- রবি আজিয়াটা পিএলসি, গ্রামীণফোন, জেটিআই, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও পোয়েটিকজেম ইন্টারন্যাশনাল।