News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

পদত্যাগের ‘কারণ খুঁজে পাচ্ছেন না’ বিসিবি সভাপতি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-29, 5:43pm

khela_chobi-73a7e8e0229e201c093a6665c6393f7c1748519002.jpg




বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর থাকছেন না ফারুক আহমেদ— এমন খবরে সরগরম ক্রিকেটপাড়া। গতকাল বুধবার (২৮ মে) রাত থেকে খবর রটেছে— বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে তাকে। রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর বিষয়ট আরও জোরালো হয়।

পদত্যাগের বিষয়টি এড়িয়ে যাননি বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তবে পদত্যাগের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। আজ বৃহস্পতিবার (২৯ মে) বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে এমনটিই জানান ফারুক আহমেদ। দেশের ক্রিকেট নিয়ে ছেলেখেলা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফারুক আহমেদ বলেন, আমাকে বলা হয়েছে পদত্যাগের কথা। আমি পদত্যাগ করছি না। আমি চিন্তা করছি। এই মুহূর্তে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমাকে বলা হয়েছে, বিসিবি সভাপতি হিসেবে সরকার আমাকে আর চাচ্ছে না। কিন্তু কেন (পদত্যাগ) করব তা বলেনি। এভাবে কারণ ছাড়া তো পদত্যাগ করতে পারি না। তাছাড়া, দেশের ক্রিকেট নিয়ে তো এভাবে ছেলেখেলা করা যায় না।

দেশের ক্রিকেটে চলছে টালমাটাল সময়। মাঠের পারফরম্যান্সে যেমন বেহাল দশা, মাঠের বাইরেও নানা বিতর্ক ও অস্থিরতা। সবমিলিয়ে, ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান উপদেষ্টা আসিফ মাহমুদ।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ফারুক পরবর্তীতে বাকি পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে সভাপতির পদে বসেন। তার অধীনে ৯ মাসের বেশি সময়ে বিতর্ক কম হয়নি। বিপিএলের টিকিট বিতর্ক থেকে শুরু করে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ  উঠেছে। এমনকি দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিসিবিতে অভিযান চালায়। এনটিভি।