News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

চমক রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-23, 12:08pm

b7c75fcccf29fbd8043c29890de587dd61b6a0c4780b6183-175a68c82616ae294f68c540045566411750658924.jpg




বাংলাদেশের হয়ে খেলা নাঈম শেখের শেষ কয়েকটি ইনিংস মোটেই আশাব্যঞ্জক নয়। ২০২৩ সালে পাঁচ ম্যাচের মধ্যে একটির স্কোরও ত্রিশের ঘরে নিতে পারেননি তিনি। তাই জাতীয় দল তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তার ব্যাট থেকে রানের ফোয়ারা বয়েছে। তাই শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দল তাকে উপেক্ষা করতে পারেনি।

এপ্রিলে শেষ হওয়া ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে ১১ ম্যাচে ৬১৮ রান করে নাঈম হয়েছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক। বিপিএলে তিনি করেন সবার চেয়ে বেশি রান, ১৪ ম্যাচে ৫১১ রান। এই পারফরম্যান্স দিয়েই প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি।

নাঈম ফেরায় বাদ পড়েছেন সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৫ বলের ডাকের আগের ইনিংসেই ৭৩ রান করেছিলেন তিনি। ডিপিএলে ৩৯৯ রানের মধ্যে আছে একটি সেঞ্চুরি। সৌম্যর বাদ পড়াটা তাই চমকই। তবে নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছেন, তার পারফরম্যান্স খুব একটা ভালো নয়।

শামিম পাটোয়ারির অন্তর্ভুক্তিও একপ্রকার চমক। টি-২০ দলের নিয়মিত সদস্য হলেও তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমানরা প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন দলে।

শঙ্কা ছিল তাসকিন আহমেদকে নিয়ে। গোড়ালির চোট থেকে ফিরেছেন তিনি, চিকিৎসা করাতে গিয়েছিলেন লন্ডনেও। লিপু জানিয়েছেন, ফিজিও ও স্ট্রেন্থ ট্রেনারের সঙ্গে কথা বলে তাকে দলে নেওয়া হয়েছে। তবে তাসকিন হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না।

এই মাসেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে নেতৃত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার নেতৃত্বাধীন দলে শান্তও রয়েছেন। ওপেনার হিসেবে নাঈম শেখ ছাড়াও রয়েছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।