News update
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-30, 7:31am

rwerqeqwe-9a2807d99269ce6e60fe1d95039d7bdc1759195869.jpg




এশিয়া কাপের পর বিশ্রাম পাচ্ছে না টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জাকের-সোহানরা। এই সিরিজ পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

এই সফরে ঢাকায় ৩ টি ওয়ানডে ও চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। সিরিজ দুটি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে শাই হোপের দলের।

আগামী ১৮ অক্টোবর শুরু হয়ে সিরিজটি শেষ হবে ৩১ অক্টোবর। ওয়ানডের ৩ ম্যাচ ১৮, ২০ এবং ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই হবে ডে-নাইট। খেলা শুরু হবে দেড়টায়। 

২৪-২৫ অক্টোবর বিরতি দিয়ে ২৬ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ এবং ৩১ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে। আরটিভি