News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালসে সাইফ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-08, 9:42am

a65b3c2f510a7f7c946e9c99af627be11929b41883aa6852-ad919efd397cf259762dfa219c2c58951762573328.jpg




আসন্ন বিপিএলকে সামনে রেখে সরাসরি চুক্তিতে সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। সাইফ গত মৌসুমে বিপিএল খেলেছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে, ১৩ ম্যাচে ১১৯.০৬ স্ট্রাইকরেটে করেছিলেন ৩০৬ রান।

সময় বদলে গেছে। টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হলেও সাইফ এ বছর টি-২০ দিয়ে আলোচনায় এসেছেন। বলা যায়, টি-টোয়েন্টিতে এই মুহূর্তে তিনিই দেশের সবচেয়ে বড় তারকা। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১২ ইনিসে ৩৪৪ রান তিনি করেছেন ১৩১.৮০ স্ট্রাইকরেটে।

৩৪৪ রানের মধ্যে সাইফ ১৬২ তুলেছেন শুধু ছক্কার (২৭টি) মাধ্যমে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই বছর তিনি দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন, সেটাও আবার বাকিদের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ কম খেলে। সর্বোচ্চ ৩৮টি ছক্কা মারতে তানজিদ তামিমকে খেলতে হয়েছে ২৪ ইনিংস, ২৯ ছক্কা মারা পারভেজ ইমন ব্যাট করেছেন ২০ ইনিংস।

সাইফকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র। গতকাল তারা সরাসরি চুক্তিতে নিয়েছিল তাসকিন আহমেদকে। বিপিএল কর্তৃপক্ষ সরাসরি সাইনিংয়ে তিনজনকে নেওয়ার নিয়ম বেধে দিয়েছে, ঢাকার সামনে আরও একটি সুযোগ।

এবারের বিপিএল, অর্থাৎ ১২তম আসর বসবে এ বছরের ১৯ ডিসেম্বর থেকে, শেষ হবে ১৬ জানুয়ারি। এই আসরে অংশগ্রহণ করছে মোট ৫টি দল। এদের মধ্যে কয়েকটি দলের নাম পরিবর্তন করেছে বিসিবি। গতবার কিংস নামে খেলা চট্টগ্রাম এবার খেলবে রয়্যালস নামে, পরিবর্তন হয়েছে রাজশাহী ও সিলেটের নামও। তাদের নতুন নাম যথাক্রমে রাজশাহী ওয়াসিয়র্স ও সিলেট টাইটান্স।

বিপিএলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ১১টি প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ দেয়া হয় ৩ প্রতিষ্ঠানকে। এরপর চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে আরও ৩ প্রতিষ্ঠান। বাছাইকৃত প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে আগামী ৫ বছরের জন্য।