News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে নিরুপায় জনগণ -মুসলিম লীগ

খবর 2022-05-21, 4:15pm

bml-pic-21-may-2022-fa157c643de0dca5e250d29a3f2de1301653128115.jpeg

BML Pic 21 May 2022



বিগত দুই বছরের কোভিড-১৯ এর প্রকোপে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নিম্ন ও মধ্য আয়ের জনগণ তাদের আয় রোজগার হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মজুদদার ও অতি মুনাফা খোরদের কারসাজিতে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে ভোজ্য তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে সর্ব পর্যায়ের জনগণের জীবন যাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে। এমতাবস্থায় সর্বসাধারণের ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় বিদ্যুতের ৫৮ শতাংশ মূল্য বৃদ্ধির প্রস্তাব জনবিরোধী সিদ্ধান্ত। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম হীন মূল্য বৃদ্ধির ক্ষত না শুকাতেই যদি আবারও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দেয়ালে পিঠ ঠেকা নিরুপায় জনগণ মাঠে নেমে আসতে বাধ্য হবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কল কারখানায় উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পাবে যাতে বিদ্যুৎ ব্যবহারকারীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রাত্যহিক জীবন দুর্বিসহ হয়ে পড়বে।

আজ (২১ মে ২০২২) বেলা ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে ঢাকায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক জরুরী আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। দলীয় সভাপতি সাবেক এমপি এ্যাড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি সর্বজনাব নজরুল ইসলাম, এড. জসীমউদ্দিন, সৈয়দ আব্দুল হান্নান নূর, কেন্দ্রীয় নেতা আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, এড. হাবিবুর রহমান, এ্যাড. আবু সাঈদ মোল্লা, এ্যাড. আফতাব হোসেন মোল্লা, আব্দুল খালেক, মাহবুবুর রহমান প্রমুখ।

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব - ০১৮১৭০১৪৪৪০