News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

মোমিনুল রান খরায় থাকলেও ফর্মহীন নয় : ডোমিঙ্গো

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-23, 9:17pm




বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মোমিনুলকে সমর্থন জানিয়ে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, তিনি রান খরায় ভুগছেন, তবে ফর্মহীন নন। অচিরেই তাকে রানে দেখা যাবে।
আজ শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে স্লিপে দাঁড়ানো ফার্নান্দোর হাতে বল তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। বিদায় নেয়ার আগে যোগ করেছেন মাত্র ৯ রান। ফলে  এক অংকের সংগ্রহকে টানা ছয় ম্যাচে নিয়ে গেছেন তিনি। সর্বশেষ ১৪ ইনিংসে এটি ছিল মোমিনুলের ১১তম এক অংকের সংগ্রহ।
ডোমিঙ্গো বলেন, অধিনায়কের কৌশলে কোন ত্রুটি পাননি তিনি। দলনেতা হিসেবে তিনি ‘সত্যিই ভালো’। স্বাগতিক কোচ আজ সাংবাদিকেদের বলেন,‘ মোমিনুল ফর্মহীনতায় আছে বলে আমার মনে হয় না। সে রান পাচ্ছে না। আজ সকালেও নেটে পর্যবেক্ষনকালে তাকে বেশ ভালোই মনে হয়েছে। তার অবস্থা বেশ ভালো। সে রান খরায় থাকলেও ফর্মহীন নয়।’
ডোমিঙ্গো বলেন,‘ তার (মোমিনুল) রেকর্ড চমৎকার। ৫১ ম্যাচ খেলে বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি তার দখলে। ৮২তম টেস্টে গিয়ে নবম সেঞ্চুরি পেয়েছে মুশফিকুর। মোমিনুল জানে কিভাবে রান তুলতে হয়। সব খেলোয়াড়কেই মন্দ সময় পার করতে হয়। একজন কোচ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আত্মবিশ্বাস হারানো ওই খেলোয়াড়দের সহযোগিতা করা, আস্থা ফিরিয়ে আনা। তাদেরকে ফর্মহীনতা থেকে বের করে আনা।’
 এই সময় ডোমিঙ্গো নিউজিল্যান্ডের মাটিতে মোমিনুলের ৮৮ রানের ইনিংসটি স্মরণ করিয়ে দেন।  যার কল্যানে বাংলাদেশ স্বাগতিক কিউইদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে স্মরনীয় এক জয় পেয়েছে।
টাইগার কোচ বলেন,‘ চার টেস্ট আগে নিউজিল্যান্ডে ৮০ রানের অসাধারণ ইনিংস খেলেছে মোমিনুল। যার ফলে ওই ম্যাচটি আমরা জিতেছি। বিষয়টি খুব বেশী আগের ঘটনা নয়। প্রতিটি ম্যাচেই কোন খেলোয়াড় রান তুলতে পারে না। তার কাছ থেকে প্রচুর রান পেয়েছি।’
নাজমুল হাসান শান্তর পক্ষেও কথা বলেছেন স্বাগতিক কোচ। ডোমিঙ্গো বলেন,‘ সম্ভবত শান্তই প্রথম ব্যক্তি, যিনি স্বীকার করেছে যে শটটি সেরা ছিল না। সে এর চেয়েও ভালো খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার এখনো শেখার অনেক কিছু আছে।’
লিটনের প্রসংঙ্গ এনে ডোমিঙ্গো বলেন, বাংলাদেশ দলের জন্য লিটনের মতো শান্তর মধ্যেও অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন,‘ আমার মনে হয় সে বাংলাদেশ দলের জন্য দারুন একজন খেলোয়াড় হয়ে উঠবে। এটি ভুলে গেলে চলবে না যে লিটনকে দলে নেয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু এখন তার গড় ৪০ এর আশেপাশে। চাপে থেকে নতুন বলের বিপরীতে টপ অর্ডারে ব্যাট করা মোটেই সহজ নয়। তবে আমি জানি সে একজন মান সম্পন্ন খেলোয়াড়।’    তথ্য সূত্র বাসস।