News update
  • Lightning strikes kill 5 in Rangamati, Cox’s Bazar     |     
  • China highway collapse: Death toll rises to over 40     |     
  • “Despite economic success, developing Asia unprepared for elderly wellbeing”     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Thursday morning     |     
  • 8 BD nationals die in Tunisia boat capsize: Bodies due today     |     

করোনা নিয়ে ঢাকার সাংবাদিকদের মধ্যে আতঙ্ক

খবর 2021-04-24, 5:25am

Journalist2-700x420-11ca68fe466d79e98e551d335c53ed251619220324.jpg




ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৫৭ সদস্য নমুনা দিয়ে ২৮ জনই পজিটিভ। করোনা টেষ্ট হয়েছে ডিআরইউ বুথে।
আজ বুধবার থেকে জাতীয় প্রেস ক্লাব বুথে টেষ্ট শুরু হয়েছে। অনেকে মনে করছেন রেজাল্ট ডিআরইউ’র মতই হতে পারে।আমার এক ভাগ্নে তিনদিন জ্বরের পর টেষ্টে পজেটিভ হয়েছে। তারপর থেকে কোন সিমটম নেই। ডিআরইউ’র ভাইরাস পজেটিভ সদস্যরা বেশিরভাগ সম্ভবতঃ তারই মত।
জাতীয় প্রেস ক্লাব বুথের টেষ্ট রেজাল্ট পেলে বোঝা যাবে আমাদের মধ্যে সংক্রমনের হার কতটা। তবে ডিআরইউ’র ফলাফল থেকে অনুমান করা যায় আমাদের মধ্যে অনেক সুপার স্প্রেডার আছেন। কাজেই সতর্ক থাকাটা আর মস্করার বিষয় নয়।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দিন। আমিন।