News update
  • A second Nakba?: UNRWA Commissioner-General on Gaza:     |     
  • Flood force postponement of Cumilla Board HSC exams Thursday     |     
  • Ensure law and order by Dec for peaceful election: CA     |     
  • Over 160 Missing as Deadly Texas Flood Toll Hits 109     |     
  • ‘Death traps’ on Rangpur-Dhaka Highway: 7 killed in 1 month     |     

থার্টিফাস্ট নাইটে ভোলায় আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-12-30, 9:05pm

1703351726-b7ca6622790bda833e4d58e64231bc88-558fd238e6d970304a99838223352de91703948729.jpg




জেলায় থার্টিফাস্ট নাইটে (ইংরেজি বর্ষবরণ) লাউড স্পিকার ব্যবহার, আতশবাজি, পটকাবাজি ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে এই স্বিদ্ধান্ত নেয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আরিফুজ্জামান বাসস’কে জানান, জেলায় আগামীকাল ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরোক দ্রব্য, অনান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ধরনের কোন কার্যক্রম জেলায় হতে দেয়া হবেনা।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট বলে জানান তিনি। বাসস