News update
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     

শহীদ মিনারে আন্দোলনকারীদের ঢল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-02, 5:23pm

img_20240802_172347-187ad6087a3207e158a936688ecf6fcc1722597863.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলে অংশ নিতে দলে দলে শহীদ মিনারে জমায়েত হচ্ছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণিপেশার মানুষও রয়েছেন সেখানে।

শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে যান।  

এরইমধ্যে শহীদ মিনারের অসংখ্য শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন। ক্রমেই বাড়ছে স্লোগানের জোর। বৃষ্টি উপেক্ষা করেই চলছে এ আন্দোলন।

এদিকে, শাহবাগ মোড়ে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। হত্যাকাণ্ডের বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

এছাড়া সায়েন্সল্যাব মোড়ে জুমার নামাজের পর গণমিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি নিয়ে তারা ল্যাবএইড মোড় গিয়ে আবার ফিরে আসেন। সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক বার্তায় শুক্রবার সারা দেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।  তথ্য সূত্র সময় সংবাদ।