ক্লাব চত্বরে কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি রবিবার বিকেল সাড়ে তিনটায় ক্লাব চত্বরে কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।
স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন। ক্লাবের সদস্য কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন। এ সময় কবিতা পাঠ করেন ক্লাবের সিনিয়র সদস্য কে জি মোস্তফা, সোহরাব হাসান, আবদুল হাই সিকদার, জাহাঙ্গীর ফিরোজ, মাহাবুব হাসান, আতাহার খান, তারিফ রহমান, কাজী রফিক, শামীমা চৌধুরী, কাজিম রেজা, শিহাব সরকার, আবদুল মান্নান, মোঃ শফিক-উল-ইসলাম (মাহমুদ শফিক), হালিম আজাদ, আনিস আলমগীর, শাহীন চৌধুরী, আহসান উল্লাহ, নূরুল হাসান খান, রফিক ভূঁইয়া ও মাহমুদ হাফিজ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী, শাহনাজ বেগম পলিসহ ক্লাব সদস্যরা।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সরগম সাংস্কৃতিক দল, বুলবুল ললিতকলা একাডেমী বাফা ও জাতীয় প্রেস ক্লাব শিশু শিক্ষা কার্যক্রমের শিল্পীরা। - প্রেস বিজ্ঞপ্তি