News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

সাবেক মুখ্য সচিব কামাল নাসের ও সাবেক সচিব মেজবাহ গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-10-02, 10:47am

bc097adbc985b5a1679fecda55b8281318817992776563f6-1-bc9613e33322daafe1158913d85a5d821727844458.jpg




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২ অক্টোবর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকেও গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপি।

তাদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়। সময় সংবাদ।