News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

অপারেশন ডেভিল হান্টে ২০ দিনে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩ জন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-27, 8:54pm

erwwerwer-b25d077ec6ea632a359a6945e7787dce1740668041.jpg




সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সদর দপ্তর বলছে, গত ২০ দিনে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে আজ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযানে সারাদেশে গ্রেপ্তার হয়েছে ১১ হাজার ৩১৩ জন।

পুলিশ সদর দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৭৪৩ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯১৪ জনসহ মোট ১ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি শুটারগান ছাড়াও একটি কার্তুজ ও ২টি চাকু জব্দ করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে ঘটনার পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

সবশেষ গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৬৭৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানিয়েছে সরকার।