News update
  • 1,000+ Dead in Clashes Between Syrian Forces and Assad Loyalists     |     
  • Eid shopping rush in Dhaka despite rising prices      |     
  • Bangladeshi firms join hands with US telecom giant Starlink     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ Sunday morning     |     
  • Adulterated drink factories thrive in Ramadan peak demand     |     

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-07, 2:28pm

45325325-5c45c9b8e2d23606d268cedcdf4e66e91741336092.jpg




ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে রাজধানীতে মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর।

শুক্রবার (৭ মার্চ) বায়তুল মোকাররমে জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।

মিছিলে আন্দোলনকারীদের টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা।

এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।