News update
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     
  • Recruiting agencies’ explosive growth in BD unchecked: RMMRU     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Thursday morning     |     
  • LPG Traders Announce Nationwide Halt to Cylinder Sales     |     

হিযবুত তাহরীরের সংগঠকসহ ৩৬ সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-08, 5:56pm

wer234235-6db77867a9dcab8f5bfe8f0b44c84d801741435012.jpg




নিষেধাজ্ঞা অমান্য করে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি পালনের জেরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক সাইফুল ইসলামসহ অন্তত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ মার্চ) থেকে নিষিদ্ধ সংগঠনটির এই সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানায়, ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বাইরে নিষিদ্ধ সমাবেশে অংশ নেওয়া এই গ্রুপের সদস্যদের খোঁজে দেশব্যাপী তল্লাশি শুরু করেছে পুলিশ। 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় আমরা অনেক সদস্যকে চিহ্নিত করেছি।

হিযবুত তাহরীরের এই সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শুক্রবারের কর্মসূচির জেরে সংগঠনটির আরও ১৫ জন সদস্যকে আটক করে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা শুক্রবার (৭ মার্চ) বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজের পর মিছিল করে প্রথমে দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হয়।  মিছিলটি পরে ফিরে এসে পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ সময় একজন ব্যক্তিকে হাতে লাঠি ও হলুদ ছুড়ি (এন্টি কাটার) নিয়ে মিছিলে অংশ নেওয়া একজনকে আঘাত করতে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার কাজের মাঝে একজন সাধারণ জনতার আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় বলে সেনাবাহিনী তাকে নিবৃত্ত করে। পরে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী হিজবুত তাহরীরের আরও ১৫ সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সবাইকে আইনের মধ্যে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা, সঠিক তথ্য প্রচার ও প্রসারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওই পোস্টে।আরটিভি/