News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

তৃতীয় দিনেও কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-15, 11:22am

ad37c8fe571b86cd71efa0e6d899f63a35e0beb73ca5333d-c70f7bc3b874ea5975814ee197d98e301742016121.jpg




বাংলাদেশ সফরের তৃতীয় দিনেও কর্মব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯ টার দিকে তিনি ঢাকার গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন।

সেখানে কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব।

এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওয়া দেবেন তিনি। সেখানে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের মহাসচিব।

এ ছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।