News update
  • Bangladesh condemns Israeli military aggression in Gaza     |     
  • WTO: Standing Tall as the Winds Howl     |     
  • HC orders screening of film 'The Remand' on July Uprising     |     
  • Unfit launches won't be allowed on Chandpur-Dhaka route: DC     |     
  • Tarique warns of threats to democracy, vows to uphold secular trait     |     

কলাপাড়ায় আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর 2025-03-19, 11:16pm

an-iftar-mahfil-of-the-kalapara-bar-association-was-held-on-wednesday-19-march-2025-f37e4d0ab4049ca7b85447de27b1b2181742404573.jpg

An Iftar Mahfil of the Kalapara Bar Association was held on Wednesday 19 March 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আইনজীবী সমিতির ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আইনজীবী ভবনে জেলা বারের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবী সহ আদালতে কর্মরত আইনজীবী সহকারী নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এর আগে বিকেল ৪টার দিকে আইনজীবীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু'র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, অ্যাডভোকেট আব্দুস সত্তার (৫), অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট জেড এম কাওসার, অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল, অ্যাডভোকেট বিএইচ তালুকদার সুমন প্রমূখ। 

সভা শেষে ইফতার মাহফিলে দেশের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মো. মুসা। - গোফরান পলাশ