News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

কলাপাড়ায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার, দোয়া মোনাজাত অনুষ্ঠিত

খবর 2025-03-23, 11:34pm

iftar-and-doa-mahfil-held-at-kalapara-press-club-on-sunday-23-march-2025-3306a382c572e299a1bdff71e110ab0d1742751282.jpg

Iftar and doa mahfil held at Kalapara Press Club on Sunday 23 March 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

রবিবার কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু বক্তব্য রাখেন।

এসময় সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইব্রাহীম হোসেন সহ একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন । দোয়া মোনাজাত পরিচালনা করেন গণমাধ্যম কর্মী ফোরকানুল ইসলাম। ইফতার দোয়া মোনাজাতে কলাপাড়া প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ