প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এতে সকাল থেকেই ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। ঈদের ছুটি কাটাতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল।
পথে পথে উৎসবের আমেজ। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর সদরঘাটে। সারাবছর নৌপরিবহন শ্রমিকরা অলস সময় পার করলেও ঈদ উপলক্ষে বেড়েছে ব্যস্ততা। হাঁকডাকে লঞ্চঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
লঞ্চের কর্মীরা বলছেন, আর বেশি সময় বাকি নেই। পরশু অথবা মঙ্গলবার ঈদ হতে পারে। এতে শেষ সময়ে চাপ বেড়েছে যাত্রীর। লঞ্চে ঢাকা ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ।
এদিকে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর রেলস্টেশন ছাড়ছে প্রতিটি ট্রেন।
এছাড়া গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা। কেউ কেউ আবার হাক-ডাক দিয়ে ডাকছেন যাত্রী। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।
যাত্রীরা বলছেন, এবার ভিড় থাকলেও ভোগান্তি কম। বেশ স্বাচ্ছন্দ্যেই ঈদযাত্রা
চলছে।