News update
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     
  • NYT paints troubling, one-sided view of Bangladesh     |     
  • Two brothers killed in Narsingdi over extortion refusal     |     
  • Death toll from Myanmar earthquake surpasses 1,700     |     
  • Children’s entertainment centres buzz with Eid crowds      |     

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-31, 7:13am

995cc1f24d48a3bb20d43d581ff97c44a1f0d4b350898249-0a11837d4b014f8fe76262870fb609571743383608.jpg




টাঙ্গাইলে ঈদের মা‌ঠে সংঘর্ষ এড়া‌তে সোমবার (৩১ মার্চ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জা‌রি ক‌রে‌ছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এ নির্দেশ জা‌রি ক‌রেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক।

আদে‌শে বলা হয়, বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের দিন সোমবার ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  সময়