News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা মোদির

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-04, 5:09pm

img_20250404_170636-d7ef79e35c2c96805e199e876547c3141743764979.jpg




থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে। সেখানে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

শুক্রবার (৪ এপ্রিল) বৈঠকের পর সাংবাদিকদদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

তিনি জানান, ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই সময় বাংলাদেশি হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্খার কথা জানান তিনি। এসবের পাশাপাশি বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও উত্থাপিত হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী মোদি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সেইসঙ্গে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে, এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

দুই সরকারপ্রধানের মধ্যে সীমান্ত নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিক্রম মিশ্রি। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলে জানান প্রধানমন্ত্রী মোদি। এছাড়া তিনি বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জানান এবং তাদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের ঘটনা তদন্তের অনুরোধ জানান। 

বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিক পত্র দিয়েছে। তবে, শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এ মুহূর্তে এর চেয়ে বেশি বলা আমার জন্য ঠিক হবে না। আরটিভি