News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

'সুস্থ দেহ সতেজ মন ধরে রাখতে খেলাধুলার বিকল্প নেই'

শরীয়তপুর সংবাদদাতা খবর 2025-04-09, 8:21pm

image-800x500-acddae67bc79ae985047a9a8d1badd101744210281.png




শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলার ডি এম খালী ইউনিয়নের ঐতিহ্যবাহী চরভয়রা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক বেনজীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন মানিক হাওলাদার, হাজী শরীয়তুল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি মনজুরুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদারসহ অন্যান্যরা।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক, ছাত্র-ছাত্রী, থানা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।