News update
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     

রাজধানীতে চাঁদা আদায়ের সময় গণপিটুনিতে ২ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-10, 6:16am

e914ed244def1cb68dcd8f5d57a4ca25fa509b12c9b4b884-f5ef7db14a07cd9de753c8ae275823111744244207.jpg




রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে রিকশা চালক ও দোকানদারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে চাঁদা আদায়ের সময় গণধোলাইয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের আরেক সঙ্গী আহত হন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশা চালক ও দোকানদার।

বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রিকশা চালকের নাম নুর মোহাম্মদ (৩০) ও চা দোকানদার মনির হোসেন (৩৫)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গণধোলাইয়ে নিহতরা হলেন নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। অপর আহত হলেন সোহাগ (২৮)।

ঢাকা মেডিকেলে আহত মনির হোসেন জানান, তারা সিলেটি বাজার বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তার তিনটি রিকশা রয়েছে। পাশাপাশি তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাঁদা না দেয়ায় সে দিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে তারা। এসময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেছিলেন। এর জের ধরে বুধবার রাতে আবার হামলা করে তারা। এতে নুর মোহাম্মদ ও মনির হোসেন আহত হন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এরআগে তাদের নামে মামলা করেছিল ভুক্তভোগী পরিবার। ধারণা করা হচ্ছে, এর জের ধরে বুধবার রাতে কয়েকজন মামলার বাদিসহ দুজনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তিন চাঁদাবাজকে গণধোলাই দেয়। এতে নাদিম ও মাসুদ মারা যায়। তাদের সঙ্গী সোহাগ আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সময়।